তাহিরপুরে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

তাহিরপুর প্রতিনিধি;
  • প্রকাশিত: ২ মে ২০২২, ১০:৫২ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

সুনামগঞ্জের তাহিরপুরে পূর্ব শত্রুতার জেরে ঈদের রাতে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে ঘটনায় নিহত ১জন হয়েছেন।

নিহত যুবক উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের রসুলপুর গ্রামে ফরিদ মিয়া (২৫)।

জানা যায়, গেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে নির্বাচনে অংশ নেন নবী হোসেন। আর তার পক্ষে নির্বাচনে কাজ করেন রশিদ মিয়া ও রজব আলী পক্ষদ্বয় এবং অপর পক্ষ আবুল বাদশারের পক্ষে নিহত ফরিদ মিয়াসহ নবী হোসেন কাজ করে। এরই জের ধরে আবুল বাদশা ও নবী হোসেনের লোকজনের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো।
এরই ধারাবাহিকতায় সোমবার বিকাল ৪ টার দিকে জাল দিয়ে মাছ ধরতে গেলে দুপক্ষের কথার কাটাকাটি হয়। একপর্যায়ে দু’পক্ষের লরাকজন সংঘর্ষে জড়িয়ে পরে। এতে ফরিদ মিয়া গুরুতর আহত হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সে মৃত্যুবরণ করে।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক মিটুন সরকার বলেন, সংঘর্ষে আহত ফরিদ মিয়াকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথেই সে মৃত্যুবরণ করেছে।

তাহিরপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ তরফদার বলেন, শুনেছি দু’পক্ষের সংর্ঘষে একজন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি