সব
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাওরাঞ্চলে মুসলিম ছাদাকাহ সংস্থা কর্তৃক ১২টি গ্রামের ৭০জন হত দরিদ্র, কৃষক, শ্রমিক ও দিন মজুর পরিবারের মাঝে ৭০টি নৌকা গুলো বিতরন করা হয়েছে।
মুসলিম সাদাকাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লন্ডন প্রবাশী মাওলানা সৈয়দ শামসুজ্জামানের পক্ষে বুধবার(১৬,০৯,২০২০)দুপুরে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সুলেমানপুর গ্রামের হযরত শাহ জালাল(রঃ)জামেয়া আরাবীয়া সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,শাহ জালাল(রঃ) জামেয়া আরাবীয়া সিনিয়র মাদ্রাসা সভাপতি সৈয়দ নুরুজ্জামান,সাবেক প্রিন্সিপাল মোওলানা শাহ জাহান,তাহিরপুর সিনিয়র মাদ্রাসার শিক্ষক আব্দুল হান্নান,বাবুল আহমেদ,শাহজাহান কবির,মাওলানা শহীদুর রহমান,শাহীন আলমসহ মাদ্রাসার শিক্ষক ও এলাকার গন্যমান ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
নৌকা গুলো পেয়ে হাওরাঞ্চলের ৭০টি অসহায় কৃষক,শ্রমিক ও দিন মজুর পরিবার গুলো বর্ষায় স্কুল,কলেজ,বাজার ও মৎস্য আহরনে কাজে লাগবে। এই নৌকা গুলো পেয়ে উপকৃত হয়েছেন বলে জানান উপকার ভোগী পরিবার গুলো।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি