সব
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের ঘটনায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে তাহিরপুর উপজেলা ছাত্রলীগ।
তাহিরপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানসেন তালুকদার তুষার এর নেতৃত্বে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে আজ শনিবার সন্ধ্যায় এ মিছিলটি অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে উপজেলা সদরের বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিন করে।
মিছিল শেষে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক অপু মুখার্জি, ছাত্রলীগ নেতা জয়, অসিম, কৌসিক, চয়ন, উত্তম প্রমুখ।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি