তামান্না আক্তার তমনের কবিতা ‘দহন ’

তামান্না আক্তার তমন;
  • প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৩, ৬:১৪ অপরাহ্ণ | আপডেট: ৭ মাস আগে

দহন

মনের ভিতর আছে
আরেকটি মন,
সেই মনে আছ তুমি
হয়ে দহন!
কত সুখ, কত বেদনায়
পূর্ণ হয়েছে নয়ন!
সুখ কামনায়
দিয়েছিলাম তোমার তরে
তরী মোর ভাসিয়ে,
সেই তরী মোর
কাঁদায় দিবানিশি
তোমারই হয়ে!
তোমার ইচ্ছে হলে
যাও হারিয়ে দূরে,
আবার ইচ্ছে হলে
তুচ্ছ করে সবকিছু
আসো আমার কাছে ফিরে!
আমার ভালোবাসার দহনে
তুমি পুড়বে নিরবধি,
পরিশুদ্ধ হয়ে প্রত্যাবর্তন করবে
প্রিয় আমার পুষ্প কাননে!

প্রিয় পাঠক, আপনিও সিলেটডায়রি’র অংশ হয়ে উঠুন। স্বাস্থ্য, শিল্প ,সাহিত্য, ক্যারিয়ার, পরামর্শ সহ যেকোন বিষয় নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন s[email protected]এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি