তামান্না আক্তার তমন’র কবিতা -‘শূন্যতা’

তামান্না আক্তার তমন;
  • প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২০, ১২:৫৬ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

শূন্যতা
তামান্না আক্তার তমন

কাছে আসলেও কী চাঁদ কে
ততোটাই ভালো লাগবে
যতোটা মায়াবী লাগে
ওই দূর আকাশে!
তেমনি প্রিয় মানুষও দূর থেকেই
সুন্দর আর মায়াবী!
দূরেই থাকুক আমার প্রিয় মানুষ
আমার ভালোলাগার
অনুভবে জুড়ে থাকুক সে।
ভালোবাসার মানুষকে
কাছে পেলে হয়তো কমে যাবে
আমার তার প্রতি ভালোলাগার
তীব্র গতির প্রতিক্রিয়া!
তার নিঃশ্বাস এর শব্দ শুনে
আমার ঘুম ভাঙ্গে
তার ভাবনার আলিঙ্গনে
আমার ঘুম আসে!
জানি এ আমার সবই
অলীক কল্পনা!
দ্বিসত্ত্বার অস্তিত্বের অনুভব পাই প্রতিক্ষণ
দূরে আছে বলেই হয়তো
আমার তার জন্য এতো বিরহ
এতো কাতরতা এতো শূন্যতা!
কাছের মানুষ নিঃশ্বাসের মতো
নিকটে আসলে দম বন্ধ
হয়ে যাবার ভয় থাকে !
থাকে পছন্দ অপছন্দের পতন
তাই তুমি দূরে থাকো
তোমার শূন্যতায় আমি
আজ পরিপূর্ণ
তোমাকে পেয়ে হারানোর চেয়ে
না পাওয়ার বেদনাই শ্রেয়!
ক্ষতি কী এভাবেই তোমাকে
খুঁজবো ফুলের সৌরভে মুখরিত
কোনো বাগানের ফুটন্ত গোলাপে
পাপড়ি ঝরে যাবার আগেই
আগলে রেখে দেবো
আমার গোপন ডায়েরির পাতাতে
প্রতিদিন সেই শুকনো ফুলের পাপড়িতে
তোমার অনুরণনের ছোঁয়া নেব!
দেখার প্রয়োজন নেই
খুব কাছে যাবারও নেই প্রয়োজন
তোমার কাছের মানুষগুলোর মাঝে
আমি জানি তুমি প্রতিদিন
আমার প্রতিচ্ছবিই দেখতে পাও।
আর গানের কথায় আমায় খুঁজো
বিকেলে বন্ধুদের সাথে কথোপকথনে
হঠাৎ চুপ হয়ে নীরবে
আমার কথা ভেবেই
তুমি তোমার হৃদয়ে
অস্ফুট নিশ্চুপ লুকানো
কষ্টে তীব্র ব্যথায়
শূন্যতা অনুভব করো!
থাক না এভাবেই দূরত্বের পথচলা
এখানে না হোক
হয়তো দেখা হবে দুজনের
আকস্মিকভাবে অন্য কোথাও
কাছে এসে তখন বলবে তুমি
আমাকে না পেয়ে তোমার
অপ্রাপ্তির শত সহস্র বেদনার্ত
ক্রন্দন আর হাহাকার এর কথা!
আমি তখন আমার সমস্ত
ভালোবাসার শক্তি নিয়ে
জড়িয়ে ধরে বলবো তোমায় প্রিয়
প্রাপ্তিতে নাহি মিলে সুখ
শূন্যতার মাঝেই পরিপূর্ণ হয়
নিখাদ ভালোবাসা!

 

প্রিয় পাঠক, আপনিও সিলেটডায়রি’র অংশ হয়ে উঠুন। স্বাস্থ্য, শিল্প ,সাহিত্য, ক্যারিয়ার, পরামর্শ সহ যেকোন বিষয় নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন sylhetdiary@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি