সব
তাজমহল। এই একটি শব্দের পর আর কিছু না বললেও চলে। বিশ্বের প্রতিটি কোণের মানুষ এই অপূর্ব স্থাপত্য নিদর্শনের নাম জানে, গুণও বুঝে।
পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম এই তাজমহল নিজের প্রয়াত স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ করেছিলেন মোগল সম্রাট শাহজাহান।
ভারতের পর্যটন শিল্পের রাজস্ব আয়ের বৃহৎ উৎস এই তাজমহল দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় ধরে তালাবদ্ধ। কারণ? ওই মহামারি, ওই করোনাভাইরাস। ১৭ মার্চ তাজমহল বন্ধ করে দেওয়া হয়।
তবে সুসংবাদ হচ্ছে, ফের খুলছে ভারতের বিখ্যাত এই স্মৃতিস্তম্ভ। আগামী ২১ সেপ্টেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে তাজমল। একই সাথে আগ্রা কেল্লাও উন্মুক্ত করা হচ্ছে। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে আগ্রার প্রশাসন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি