তরুণ প্রজন্মকে মাদক থেকে সরে খেলাধুলায় মনোযোগী হতে হবে : নির্মেলেন্দু চক্রবর্তী

সিলেট ডায়রি ডেক্স;
  • প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২১, ২:০৩ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

নববর্ষ উপলক্ষে আখালিয়ায় বড়বাড়ি চাঁন্দিয়ালা খলাপাড়া নাইট ফুটবল টুনামেন্ট ফাইনাল সম্পন্ন হয়েছে। সিলেট সদর উপজেলা টুকেরবাজার ইউনিয়নে ৬নং ওয়ার্ডস্থ বড়বাড়ি, চান্দিয়ালা, খলাপাড়া এলাকাবাসী উদ্যোগে সোমবার ৩ জানুয়ারী রাতে বড়বাড়ি  চাঁন্দিয়ালা খলাপাড়া এলাকার মাঠে নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা সম্পন্ন হয়।

বড়বাড়ি এলাকার বিশিষ্ট মুরব্বি  মো. সুলতানা মিয়া বাদশার সভাপতিত্বে ও আলী হোসেন ও রাশিদুলের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জালালাবাদ থানার উপ- পুলিশ কমিশনর নিমুল চক্রবর্তী।   তিনি তার বক্তব্যে বলেন,  মাদককে না বলি, মাঠে এসে ফুটবল  এ ধারা অব্যাহত থাকলে তরুণ প্রজন্ম মাদক থেকে দূরে সরে খেলাধুলা মনোযোগী হতে  হবে। আমি ফুটবল খেলাকে খুব বেশীবেশী ভালোবাসি। তিনি বলেন, পুলিশ জনগণের বন্ধু আপনারা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। তাহলে  সমাজ থেকে অপরাধ  দূর করা সম্ভব হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনটিভি ইউকে সিলেট জেলা প্রতিনিধি ও সিলেট প্রতিদিন সম্পাদক সাজলু লস্কর, সিলেট জেলা প্রেসক্লাব এর কার্য নির্বাহী কমিটির সদস্য  মিঠু দাস জয়,
মুরব্বি আব্দুর রব, খনা মিয়া,  রাজু মিয়া, আখালিয়া নবাবী সমজিদ ব্যবসায়ীক সমিতির সভাপতি তৈমুর রাজা, ৬নং ওয়ার্ডের সদস্য মো. তারেক মিয়া বাবুল, বড়গুল এলাকার বিশিষ্ট মুরব্বি আতিকুর রহমান আতিক আখালিয়ায় নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি দিলোয়ার হোসেন জয়, ইন্দ্রিস মিয়া, মুরব্বি পারভেজ আহমদ, মাই টিভির সিলেট জেলা ক্যামেরাপার্সন ও সিলেট জেলা প্রেস ক্লাব এর সাবেক কার্যকারী সদস্য শাহীন আহমদ, মাই টিভির সিলেট জেলা প্রতিনিধি মৃণাল কান্তি দাশ, রং মহল টাওয়ারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ খালেদ আহমদ, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা সুমন ইসলাম খান, সাংবাদিক  রুহিন আহমদ, কৃতিশ তালুকদার, সহ এলাকার মুরব্বি ও যুবক উপস্থিত ছিলেন। যুবসমাজের পক্ষে উপস্থিত ছিলেন শাহআলী আহমদ, ইদ্রিছ মিয়া, ফয়েজ আহমদ ফাজই, বিলাল আহমদ, মনির আহমদ, কয়ছর আহমদ, নুরুল ইসলাম, করিব আহমদ, পারভেজ আহমদ, ফ্রেদুস আহমদ। আয়োজক কমিটির সাংবাদিক একরাম হোসেন, লাহিন আহমদ, খোকন আহমদ, আনু মিয়া, রুমেল মিয়া, কামাল আহমদ, সুমন আহমদ, শহীদুল ইসলাম সবুজ, শামীম।

ফাইনাল খেলায় লাহিন জুটি বনাম আনু একাদশ এর মাঝে খেলায় ১-১ গোল হলে। টাইফাসলর মাধ্যমে আনু একাদশ ৩ গোল লাহিন জুটি ৪ গল মাধ্যমে বিজয় হন।

আয়োজক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন লাহিন আহমদ, একরাম হোসেন, খোকন খোকন আহমদ,আনু মিয়া, রুমেল মিয়া, কামাল আহমদ, সুমন আহমদ, শহীদুল ইসলাম সবুজ, শামীম।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি