সব
মানুষ চিনলে না প্রিয়!
যে মেয়ে সারাদিনে তোমার একটু কথা বলাতেই খুশি,
তাকে তুমি দিয়েছো কষ্ট..
যে মেয়ে দিন রাত তোমার সামনে এটা ওটা চাই বলে রাগ
দেখিয়ে যাচ্ছে, তার জন্য যত প্রচেষ্টা,তাকে করতে সন্তুষ্ট..
যে সারাদিন তোমার অপেক্ষা করেও হাসি মুখে মেনে নেয়
তোমার দেয়া সেই উপেক্ষাটা…
প্রিয় মানুষ তো…অপেক্ষা তো তার জন্যই করবে…
আর যে তোমার ব্যস্ততা,অসুবিধা না বুঝেও তোমাকে
সারাক্ষণ আটকে রাখতে চায়,
তার মাঝেই তুমি খুঁজে পাও মাদকতা…
প্রিয় আজ বলতে বাধ্য আমি…তুমি মানুষ চিনো না.. যদি
তুমি চিনতে তবে
তুমি বুঝতে ভালোবাসাটা
জোর, বায়না, একসাথে থাকা, রেস্টুরেন্টে বসে
১২-১৩০০টাকার বিল কিংবা হাজার টাকার শপিংয়ে খুঁজে
পাওয়া যায় না…
এই ভালোবাসা গুলো দিনশেষে ফিকে হয়ে যায়।
প্রিয়, অপেক্ষা, উপেক্ষা, অবহেলা, অভিমান, অভিযোগ
সবকিছুর সঠিক সংমিশ্রণেই গড়ে উঠে একটা সম্পর্ক…
আমি পারবো না তোমার জন্য সেই মেয়ে হতে
যে তোমাকে সারাদিন লুতুপুতু কথা বলে ভুলিয়ে রাখবে…
যখন যেভাবে চাও সেইভাবেই ছবি দিতে,পারবো না মুখে
রং মেখে সং সাজতে…
আমি বরং সেই মেয়ে হতে পারি যে কঠিন বাস্তবতায়
সঠিক পথ না দেখিয়ে দিতে পারলেও তোমার সাথে থাকবে…
জীবনের সব পরিস্থিতিতে তোমার হাতটা ধরে রাখবে…
আমি সেই মেয়ে হতে পারবো না যার তোমার কাছে
ঝুড়ি ঝুড়ি বায়না থাকবে…
আর কোনো কিছু অপছন্দ হলেই দু’চারটে কথা শুনিয়ে দিবে…
আমি বরং সেই মেয়ে হবো সে সারাদিনের ক্লান্তি নিয়েও
হাসিমুখে তোমার ক্লান্তি দূর করার চেষ্টা করবে… শুনো প্রিয়, আমার ভালোবাসাতে চাকচিক্য নেই,নেই
আধুনিকতা.. আমি বড্ড সেকেলে…
এখনও সেই পুরনো রুপেই নতুন অনুভূতি নিয়ে তোমাকে
ভালোবাসি…বড্ড বেশিই ভালোবাসি…
আমার কাছে, তোমাকে ভালোবেসে তোমাতে ডুবে থাকার নামই পরিপূর্ণতা…
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি