তন্বী দেব’র কবিতা ‘তবুও তুমি এলে না’

;
  • প্রকাশিত: ৩০ আগস্ট ২০২০, ৮:০৫ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

তবুও তুমি এলে না!

হঠাৎ দরজার কড়া নাড়ার শব্দ!
মনে অনেক আশা নিয়ে ছুটে গেলাম…
ভেবেছিলাম তুমি এসেছো-
কিন্তু না! তুমি এলে না…

তোমার আমার শেষ দেখার দিন…
তুমি আমার হাতটা ধরে বলেছিলে-
“খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমি,অপেক্ষা করো আমার জন্য!”
প্রিয়,
আমি তো আজও অপেক্ষা করেই আছি…
কিন্তু তুমি এলে না।।

আচ্ছা তোমার কি আমাকে মনে পড়ে?
নাকি ভুলে গেছো কাউকে তুমি তোমার আসার অপেক্ষায় আশা দিয়ে রেখে গেছো?
তুমি কি ভুলে গেছো আমাদের একসাথে সময় কাটানোর দিনগুলি?
লুকিয়ে দেখা করা,মুঠোফোনে সবাইকে আড়াল করে ফিসফিস করে কথা বলা?
ভুলে গেছো সেই বৃষ্টিভেজা দিন?
আর তোমার সাথে আমার ঠোঁটের প্রথম স্পর্শের দিন?
সব ভুলে গেছো?
আচ্ছা তুমি এটা ভুলে যাও নি তো,যে তুমি আমায় ভালোবাসো??
হয়তো ভুলে গেছো…না হলে একযুগ পেরিয়ে গেলো প্রিয় তোমার অপেক্ষায়…
তুমি এলে না…
চাতক পাখি যেমন সামান্য জলের আশায় বসে থাকে?
আমিও বসে আছি তুমি কবে এসে বলবে-
“এইতো এসে গেছি…রাগ করো না লক্ষ্মীটি…
অনেকটা দেরি করে ফেললাম…কিন্তু বিশ্বাস করো অনেক আদর করে রাগ ভাঙাবো তোমার…”
কিন্তু তুমি এলে না…

পথ হারা পথিকের মতো মাঝপথে এসে দাঁড়িয়ে আছি…
ভাবছি,এই হয়তো একটা চেনামুখ হাতটা ধরে সঠিক পথে নিয়ে যাবে…এটা শুধু ভেবেই যাচ্ছি..

বলেছিলাম-পাশে থাকার প্রতিশ্রুতি যদি দাও,
তোমায় নিয়ে গোটা জীবন সাজানোর দায়িত্বটা আমি নিবো…
বলেছিলাম-তুমি যেতে চাইলেও আমি তোমায় ভালোবেসে আটকে রাখবো…
আমি তো আমার কথা রেখেছি প্রিয়…
তোমাকে দেখতে পাওয়ার তৃষ্ণায় আমার চোখ জোড়া আকুল হয়ে উঠছে,
তোমার ছাড়া আমি ভালো নেই প্রিয়!
অপেক্ষার অবসান কি হবে না আমার? নাকি এই অপেক্ষাই আমার ভালোবাসার দাম হিসেবে আমায় উপহার দিলে তুমি?
সব মেনে নিলাম…

তবু বলো-
কবে আসবে তুমি?
আমার জীবনের শেষ গানে,আগরবাতির ধোঁয়ার টানে?
সময় যে ফুরোনোর পথে…
তুমি আসবে কবে?

 

তন্বী দেব– শিক্ষার্থী, এমসি কলেজ

 


প্রিয় পাঠক, আপনিও সিলেটডায়রি’র অংশ হয়ে উঠুন। স্বাস্থ্য, শিল্প ,সাহিত্য, ক্যারিয়ার, পরামর্শ সহ যেকোন বিষয় নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন sylhetdiary@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।


 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি