সব
চমৎকার কখনোই হয় নি
জীবনে কখনো এমন কোনো চমৎকার আমি পাই নি-
যেমন –
আমি কাঁদছি, কেউ আমার মাথায় হাত দিয়ে বলছে-
“এই পাগলী এইভাবে কাঁদতে হয় বুঝি? আমি তো আছি।”
আবার এমন কোনো চমৎকার হয় নি-
খুব বেশি ডিপ্রেশনে আছি, কেউ পাশে বসে হাতটা ধরে বললো-
“কিরে? তোর এই অবস্থা কেন? চোখের নিচ তো কালো করে ফেলেছিস একদম? কি হয়েছে আমাকে বল? আমি শুনি।”
কখনো এমন কোনো চমৎকার হয় নি-
হুট করে একদিন একটা স্বপ্ন দেখলাম, কিংবা ১৫-২০ লাইনের কয়েকটা আর্টিক্যাল পড়ে মনে হলো-
“জীবনটা বদলে নেই, এইবার প্রাণ খুলে বাঁচি।”
প্রতিবার আমি এমন একটা চমৎকারের অপেক্ষা করে গেছি,
যা আমার জীবনে কখনো আসেই নি।
আমি ঈশ্বরে খুব বিশ্বাসী, আমি মনে করি উনি চাইলে সবই সম্ভব…
কিন্তু হাস্যকর হলেও সত্যি উনার কাছে চেয়েও আমি জীবনে কোনো চমৎকার পাই নি…
আমি ভেঙে পড়েছি-
হয়তো কারো অবহেলায়, হয়তো ব্যক্তিগত সমস্যায়,
হয়তো কারো কটু কথায়…
কেঁদেছি… বসে রাত পার করে আরেকটা সকালের অপেক্ষা করেছি।
চমৎকারের আশা আমি তখনও ছাড়ি নি…
অপ্রাপ্তি, অতৃপ্তি, অসম্পূর্ণতা নিয়ে অন্ধকারের পথ ধরে দিন দিন নিজেকে শেষের দ্বারপ্রান্তে নিয়ে দাঁড়িয়ে আছি,
একটা চমৎকারের, একটা নতুন ভোরের আলো ফোটার অপেক্ষা আমি বসে আছি…
অন্ধকারের স্থায়িত্ব নাকি খুব বেশি দীর্ঘ হয় না,
১২ ঘন্টার অপেক্ষায় একটা নতুন দিন, নতুন সূর্যের আলো দেখা দেয়…
কিন্তু যে নিজেই অন্ধকারের কাছে ধরা দিয়েছে? সে কি আলোর সঙ্গ পায় কখনো? হয় চমৎকারের সাথে দেখা??
আগেই বলেছি-
আমার জীবনে এমন কোনো চমৎকার আসেই নি…
এই ধরুন,
আমি অব্যক্ত অনেক প্রশ্ন নিয়ে ঘুরছি, মন মতো উত্তর মিলছে না…মানুষ পাই নি উত্তর খুঁজে দেওয়ার…
এমন চমৎকারও কোনো দিন হয় নি-
যে আমি নিজের হাতেই নিজের ধ্বংস লিখছি,
আবার সেই হাতেই নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছি…
এমন কাউকে পাই নি যে প্রস্তুত ছিল এই অতৃপ্তি থেকে আমাকে উদ্ধার করার…
যেদিন থেকে বুঝতে শিখেছি, ঠিক সেইদিন থেকেই অপেক্ষার প্রহর গুণছি,
কিন্তু এই অপেক্ষা কাটিয়ে উঠার কোনো কারণ খুঁজে পাই নি…
ওই যে বলেছিলাম না? আমার জীবনে কখনো কোনো চমৎকার আসেই নি…
কিন্তু আমার এই জিনিসটা কখনোই ভেবে দেখা হয় নি যে,
“আমি নিজেই যে একজন চমৎকার।”
পুরোটা জীবন ধরে যে চমৎকার খুঁজে পাওয়ার পথে আমি ছুটে চলেছি,
সেই চমৎকার -“আমি নিজেই”…
নিজস্ব স্বত্তাকে যে যত কাছে টানবে, তত বেশি সে জীবনে চমৎকারের খোঁজ পাবে..
ততটা বেশি সে মানুষকে কাছে টেনে ভালোবাসবে…
অবশেষে বুঝলাম-
চমৎকার খুঁজতে খুঁজতে সারাজীবন কাটাতে হয় না,
“প্রতিটা মানুষের চমৎকার সে নিজেই!”
তন্বী দেব– শিক্ষার্থী, এমসি কলেজ
প্রিয় পাঠক, আপনিও সিলেটডায়রি’র অংশ হয়ে উঠুন। স্বাস্থ্য, শিল্প ,সাহিত্য, ক্যারিয়ার, পরামর্শ সহ যেকোন বিষয় নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন sylhetdiary@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি