সব
সেবাই আমাদের লক্ষ ” এই স্লোগান কে বাস্তবে রুপান্তরিত করার লক্ষে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত গোয়াইনঘাট র ডৌবাড়ী ইউনিয়নের প্রবাসীদের সংগঠন”ডৌবাড়ী ইউনিয়ন প্রবাসী কল্যান ট্রাস্ট’র আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
সোমবার ৩ আগস্ট দুপুরে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের ভিডিও কনফারেন্স র মাধ্যমে ফ্রান্স প্রবাসী মাওঃ আতাউর রহমান র স্বভাপতিত্বে সাউথ আফ্রিকা প্রবাসী আমির উদ্দিনের পরিচালনায় একমাস মেয়াদি ৩ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়।
এতে সৌদি প্রবাসী ফয়সল আহমদকে আহবায়ক UK প্রবাসী আরিফ ও সৌদি প্রবাসী সফিউল্লাহ মসরুরকে যুগ্ম আহবায়ক ঘোষনা করা হয়।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভিডিও কনফারেন্স র বিষেশ অনুষ্ঠানে যুক্ত হয়েছিলেন জালাল উদ্দিন গ্রীস,ফখরুল ইসলাম দুবাই প্রবাসী, এনামুল ইসলাম সৌদি, নুর আহমদ লন্ডন, আরিফ উদ্দিন লন্ডন, কবির আহমদ দুবাই, হারুনুর রশিদ কাতার,নুরুল ইসলাম নুর সৌদি, মোহাম্মদ সুলতান ফ্রান্স, ইকবাল আহমদ দুবাই,
লুৎফর রহমান সৌদি, আনোয়ার হোসেন ওমান,আসাদ আহমদ সৌদি, ফয়সল আহমদ সৌদি, সফিউল্লাহ মাসরুর।
ফ্রান্স প্রবাসী আতাউর রহমান বলেন, সঠিক লক্ষ্য নিয়ে কাজ করেলে সামাজিক সংগঠন সত্যিকার অর্থেই সমাজের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে। তাই আমদের সকলের উচিৎ হবে, পদবীর লোভ বিসর্জন দিয়ে, সম্মাননা উপাধী বানিজ্যের চিন্তা না করে; সত্যিকার উন্নয়নমূলক কাজের সংকল্প নিয়ে সংগঠন করা। তা করতে পারলেই সম্ভব হবে সমাজের উন্নয়ন করা। নিজের এলাকাকে আদর্শ এলাকা হিসাবে প্রতিষ্ঠা করা, সম্প্রীতির বন্ধন দূড় করা। তাহলে সাধারণ মানুষ সম্মানের সাথে ব্যক্তি ও সংগঠনকে স্মরণ করবে অনন্ত কাল।
সফিউল্লাহ মসরুর বলেন,একটি আদর্শ সামাজিক সংগঠন শিক্ষা, সংষ্কৃতি, স্বাস্থ্য উন্নয়ন, দারিদ্র বিমোচনসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে । ফলশ্রুতিতে সার্বিক সামাজিক উন্নয়ন হয়, এমন কি সামজিক শান্তি শৃংখলা ও সম্প্রীতি বৃদ্ধি পায়। এক কথায় বলা যায় সামাজিক উন্নয়নে, সামাজিক সংগঠন গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে । তবে তার জন্য প্রয়োজন সঠিক লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করা। আর তাই আমরা আমাদের লক্ষ ঠিক রেখে কাজ করে যাব।
এনামুল হক বলেন,সমাজ সেবক এই নিঃস্বার্থ অরাজনৈতিক সংগঠন এর কার্যক্রম অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত করে ডৌবাড়ী ইউনিয়নকে বিশাল পরিবর্তন আনবে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি