সব
আসন্ন ইউপি নির্বাচনে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৯ নং ডৌবাড়ী ইউনিয়নের উৎসব-মুখর পরিবেশে ইউপি নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী সুভাষ দাস প্রচার-প্রচারনায় ব্যস্ত।হাটে-ঘাটে-ঘাটে ভোটারদের কাছে নৌকা প্রতীকে ভোট দেয়ার অনুরোধ করছেন বিনীত ভাবে। তবে এবারে নৌকার পালে হাওয়া লেগেছে। দেশ ব্যাপি দশম ইউপি নির্বাচনের তৃতীয় ধাপে গোয়াইনঘাট উপজেলার ৬ টি ইউনিয়নে আগামী ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
আসন্ন নির্বাচনে ৯ নং ডৌবাড়ী ইউনিয়নে নৌকা প্রতিকের বিজয় নিশ্চিত করতে নড়ে-চড়ে বসেছেন জেলা ও উপজেলা আওয়ামীলিগ নেত্রীবৃন্দ। আন্তরিক সমর্থন দিয়ে সক্রিয় ভাবে মাঠে নেমেছেন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আঃলীগ নেতা কর্মীরা। দলীয় নেতাকর্মীদের নিরলস পরিশ্রমে এবং ঐক্যবদ্ধ কাজের মাধ্যমে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততোই সাধারণ ভোটারদের অকুণ্ঠ সমর্থন আদায় করে নিচ্ছেন। নৌকা তথা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সব দ্বীধা-দন্দ ভুলে দলীয় কর্মীরা আঃ লীগ মনোনীত প্রার্থী সুভাষ দাসকে জয়ী করার অগ্নি শপথ গ্রহন করেছেন।
জানা গেছে দলীয় নেতা কর্মী এবং মুক্তিযোদ্ধাদের সক্রিয় তৎপরতার ফলে ডৌবাড়ী ইউনিয়নে বর্তমানে এগিয়ে চলেছেন নৌকার প্রার্থী সুভাষ দাস। সাধারণ কয়েকজন ভোটারদের সাথে আলাপকালে তারা বলেন, নৌকা প্রতীক হিসাবে নয়, ব্যক্তি হিসেবেও ধর্ম-বর্ণ নির্বিশেষে সুভাষ দাস একজন ভালো মনের মানুষ। তাই সাধারন ভোটারদের স্বতঃস্ফূর্ত সমর্থন পাচ্ছেন তিনি।
এব্যাপারে সুভাষ দাসের সাথে আলাপকালে তিনি বলেন, সরকারি বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষের মাঠ জরিপের মধ্যদিয়ে কেন্দ্র আমাকে মনোনীত করেছে, দলীয় প্রতীক নৌকা দিয়েছে। স্বাধীনতার প্রতীক হচ্ছে নৌকা। আমি ইউনিয়ন বাসি মানুষের সেবা করার লক্ষ্যে স্বাধীনতার প্রতীক নৌকা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। নৌকার বিজয়ে আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি, ধর্ম বর্ণ নির্বিশেষে আমি সাধারন ভোটারদের স্বতঃস্ফূর্ত সমর্থন ও সহযোগিতা পাচ্ছি।
তিনি বলেন, আমার ইউনিয়নের ভোটাররা সচেতন, তারা আবেগের বশবর্তী না হয়ে, ভোটাররা বিবেকে ফিরছে। তাই দিন দিন নৌকার জয়ের পাল্লা ভারী হচ্ছে। বাংলাদেশের উন্নয়নযাত্রা অব্যাহত রাখতে এই বিজয় জরুরি মন্তব্য করে তরুণসহ সব বয়সী ও শ্রেণি-পেশার মানুষের ভোট চেয়েছেন তিনি।
সুভাষ দাস ভোটারদের উদ্দেশ্যে বলেন “তারুণ্যের কাছে ভোট চাই, মা-বোনদের কাছে ভোট চাই, বয়ঃবৃদ্ধ মুরুব্বি সবার কাছে ভোট চাই।
“আপনারা ভোট দেন, আমি উন্নয়ন দেব, সমৃদ্ধি দেব, সুন্দর জীবন দেব, উন্নত জীবন দেব। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে ইউনিয়নকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাব।
ইউনিয়নের কয়েকজন সচেতন ভোটারদের সাথে আলাপকালে তারা বলেন, দীর্ঘদিন ধরে ইউনিয়নটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দ্বারা পরিচালিত হওয়ায়, ইউনিয়নের অনেক উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে। ইউনিয়নের আমূল পরিবর্তন ও উন্নয়নের ধারা ফিরিয়ে আনতে যোগ্য একজন প্রার্থী বিজয়ী হওয়া প্রয়োজন। সে দিক থেকে বিবেচনা করলে নৌকা প্রতীক হচ্ছে বর্তমান সরকারের প্রতীক। ইউনিয়নের উন্নয়নের লক্ষ্যে সচেতন ভোটাররা নৌকা প্রতীকে গুরুত্ব দেবেন বেশি। তারা বলেন, তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে। যে কেউ বিজয়ী হলে খুব কম ভোটে বিজয়ী হবেন। ত্রিমুখী লড়াই হবে। তাই নৌকার বিজয় নিশ্চিত করতে হলে,স্হানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে নৌকার বিজয় অনেকটা নিশ্চিত হবে।
গোয়াইনঘাট ডৌবাড়ী ইউনিয়নের ভোটার সংখ্যা হচ্ছে পঁচিশ হাজার আটশত ত্রিশ জন।
বিদ্রোহী প্রার্থী হিসাবে উপজেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এম, নিজাম উদ্দিন (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী) মাওলানা দেলোয়ার চশমা (স্বতন্ত্র), মাওলানা এনামুল ইসলাম (জমিয়ত) খেজুর গাছ নিয়ে চেয়াম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি