ডিজিটাল বাংলাদেশ দিবস পালন

জৈন্তাপুর প্রতিনিধি;
  • প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২১, ১০:০৩ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

জৈন্তাপুর ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে।

রোববার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ডিজিটাল বাংলাশেদ দিবস উপলক্ষে পুষ্প স্তবক অর্পণ করেন জৈন্তাপুর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, জৈন্তাপুর প্রেসক্লাব।

পুষ্প স্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্টিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত আমজেরী হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, সহকারী কমিশনার (ভূমি) ফারুক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, সাবেক সহ-সভাপতি আব্দুল হালিম, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সালা উদ্দিন, কৃষি কর্মকর্তা ফারুক হোসেন, ডাক্তার বিয়াম কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আবু সুফিয়ান বেলাল সহ অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তাগন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিরা।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি