সব
জামালপুরের মেলান্দহে ডা: সুলতানা পারভীনের লাশ উদ্ধারের ৬দিন পরে আত্বহত্যার প্ররোচনা মামলা দায়ের করেছে তার পরিবার। গতকাল (২২আগষ্ট) রাত ১১টায় মেলান্দহ থানায় ডা: সুলতানা পারভীনের ছোটবোন শাহনাজ পারভীনের স্বামী আসাদুল হাফিজ বাদি হয়ে অজ্ঞাত আসামী দিয়ে এ মামলা করেন।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম খান জানান, মোবাইল ফোনে তাকে নানা কথা বলতো, মেসেজ দিত। তাদের প্ররোচনায় আত্বহত্যা করে থাকতে পারে বলে মামলায় বাদি উল্লেখ করেছে।
ওসি আরো বলেন, ডা: সুলতানা পারভীনের লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা শনিবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে (১৯/ক) মামলা দায়ের হয়েছে। মামলা নাম্বর-২৩। মামলাটি তদন্তনাধিন রয়েছে। তদন্তে জড়িতরা বেড়িয়ে আসলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি