ট্রাকচাপায় ২ যুবক নিহতের ঘটনায় মামলা, কারাগারে চালক

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২১, ৬:২৬ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেট নগরীর সুবিদবাজার এলাকায় ট্রাক চাপায় দুই যুবক নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরের দিকে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানায় নিহত সজীব রহমানের মা সালমা আক্তার বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ জানান, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে মামলাটি দায়ের হয়। আটক ট্রাক চালক জাহিদ মিয়াকে আসামী করে মামলাটি দায়ের করা হয়। পরে ট্রাক চালককে গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, সোমবার (১১ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে সিলেট নগরীর সুবিদবাজার এলাকায় ট্রাক চাপায় সজিব ও লুৎফুর নামে দুই যুবকের নিহতের ঘটনা ঘটে। এরপর পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করে।

ঘটনার পরপরই উত্তেজিত জনতা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় বেশ কয়েকটি ট্রাক ভাঙচুর করেন তারা এছাড়া ৪টি ট্রাকে অগ্নিসংযোগ করেন। ঘণ্টখানেক চেষ্টার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রনে নিয়ে আনে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি