টোয়াস’র যাত্রা শুরু আহ্বায়ক খতিব, সদস্য সচিব লিটন

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২০, ১:২৮ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেট ভ্রমণে আসা পর্যটকদের পেশাদার সার্ভিস ও সেবা নিশ্চিত করা এবং বৃহত্তর সিলেটের প্রকৃত ট্যুর অপারেটরদের এক প্লাটফর্মে নিয়ে আসার লক্ষে পর্যটন ব্যবসায়ীদের সংগঠন ট্যুর অপারেটার্স এসোসিয়েশন অব সিলেট (টোয়াস)’র যাত্রা শুরু।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নগরীর একটি রেস্টুরেন্টে সিলেটের সর্বস্তরের পর্যটন ব্যবসায়ীদের সভায় একটি আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে টোয়াসের যাত্রা শুরু হলো। এতে হিলভিউ ট্যুরিজমের প্রধান নির্বাহী খতিবুর রহমানকে আহ্বায়ক এবং সিলেট বাংলা ট্যুরস এর ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির লিটনকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয় ।

কমিটির অন্য সদস্যরা হলেন, লতিফ হলিডেইজ ও আমার সিলেট’র পরিচালক জহিরুল কবীর চৌধুরী শিরু, সিপার হলিডেইজ’র পরিচালক খন্দকার ইসরাক আহমদ রকি, সোমা হলিডেইজ’র ব্যবস্থাপনা অংশীদার নুসরাত মমিতা হোসেন, ফাহিমা ট্যুরিজম নেটওয়ার্ক’র পরিচালক মুক্তার উদ্দিন, মুসাফির ট্রেভেলাস এন্ড ট্যুরস এর ব্যবস্থাপনা পরিচালক মিসবাউর রহমান, ট্যুর সিলেটের পরিচালক সালমান ফরিদ, গ্রীন সিলেট ট্যুরস’র ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম সাদি, ট্রভেলার্স অব গ্রেটার সিলেট’র পরিচালক শেখ রাফি, ট্যুর গাইড বিডি’র পরিচালক মুনতাসির খাঁন, অ্যাডভেঞ্চার ট্যুরিজমের পরিচালক খালেদ আহমদ, এয়ার লিফট ট্রাভেলস এন্ড হলিডেইজ’র পরিচালক সাকের আহমদ পাপন প্রমুখ।

সভায় উপস্থিত এবং অনুপস্থিত বৃহত্তর সিলেটের পর্যটন ব্যবসায়ীদের নিয়ে আগামী ১০ দিনের মধ্যে একটি পৃর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি