টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মতবিনিময় সভা

দোয়ারাবাজার প্রতিনিধি;
  • প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২১, ১১:৫৪ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

দোয়ারাবাজার উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাতটায় উপজেলার সুরমা ইউনিয়নের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান মাস্টার, সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফয়েজুর রহমান, দোয়ারাবাজার সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক শের মাহমুদ ভূঁইয়া, বঙ্গবন্ধু ক্লাবের সভাপতি তাজুল ইসলাম, শিক্ষক ইউসুফ রহমান বাবুল, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোহেল রানা, কবির আহমেদ, ব্যাংকার এমদাদুল হক লিটন, বোগলা রোসমত আলী রাম সুন্দর স্কুল এন্ড কলেজের প্রভাষক জামাল উদ্দিন, সহকারি শিক্ষক ইমাম উদ্দিন ভূঁইয়া, সমুজ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক কামাল হোসেন, টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কামরুল ইসলাম, সাংবাদিক আজিজুর রহমান, ব্যাংকার নজরুল ইসলাম, সিএইচসিপি নজরুল ইসলাম, সফিকুল ইসলাম স্বপন, ইরফান আলী, মোশাহিদ আলী, কবির হোসেন রতন, মাহবুব রানা, আশিস রহমান প্রমুখসহ বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী।

সভায় আগামী ২০ ফেব্রুয়ারি টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের সকল অবসরপ্রাপ্ত শিক্ষকদেরকে সম্মাননা প্রদান ও যারা প্রয়াত হয়েছেন তাদের স্মরণে দোয়া মাহফিলের সিদ্ধান্ত গৃৃহীত হয়।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি