টিকা নিয়েই হলে উঠতে পারবেন শাবি শিক্ষার্থীরা

শাবি প্রতিনিধি ;
  • প্রকাশিত: ৫ অক্টোবর ২০২১, ১১:১৬ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

করোনায় দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর আগামী ২৫ অক্টোবর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সব আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শুধু আবাসিক হলের বৈধ শিক্ষার্থীরাই হলে উঠতে পারবেন। এক্ষেত্রে তাদের অন্তত এক ডোজ টিকা নেওয়া থাকতে হবে। এছাড়া সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে টিকার বুথ বসানোর ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। খুব শিগগিরই শিক্ষার্থীদের টিকা দেওয়ার কাজ শুরু হবে।

একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, ২৫ অক্টোবর সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল খুলে দেওয়া হবে। ওইদিন হলে প্রবেশ করতে পারবে স্নাতকোত্তরের শিক্ষার্থীরা। ২৬ অক্টোবর স্নাতক চতুর্থ বর্ষ, ২৭ অক্টোবর তৃতীয় বর্ষ, ২৮ অক্টোবর দ্বিতীয় বর্ষ এবং ২৯ অক্টোবর প্রথম বর্ষের শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন।

 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি