টিকা নিলেন সিলেটের ৯৪৮ জন

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২১, ১১:২৯ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

কতজন করোনার টিকা নেবে, কি নেবে না; এমন প্রশ্ন কিংবা আশঙ্কা ছিল গতকাল পর্যন্ত। তবে সেই প্রশ্ন কিংবা আশঙ্কাকে আশায় রূপান্তরিত করলো সিলেটের মানুষ। সেই সাথে হলো ভ্যাকসিন উৎসব।

আগের দিন পর্যন্ত টিকা গ্রহণ নিয়ে চ্যালেঞ্জ থাকলেও সবকিছুর অবসান ঘটিয়ে সিলেটে শুরু হলো টিকাদান কার্যক্রম। রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় শুরু হওয়া টিকাদান কার্যক্রম চলে বিকাল ৪ টা পর্যন্ত। প্রথম দিনে সিলেট জেলা, মহানগর ও সিএমএইচে করোনা প্রতিরোধের টিকা নিয়েছেন ৯৪৮ জন সাহসী মানুষ।

এর মধ্যে সিলেট জেলার ১২টি উপজেলার ২৪টি বুথে ৩৩৯ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ১২টি বুথে ৪৮৯ জন, বিভাগীয় পুলিশ হাসপাতালের একটি বুথে ৪০ জন ও সিএমএইচ-এর দুটি বুথে ৮০ জন করোনার টিকা গ্রহণ করেছেন।

সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থেকে দেশব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এসময় এমএজি ওসমানী হাসপাতালে টিকা দানের মধ্য দিয়ে সিলেটের কোভিড-১৯ টিকা কার্যক্রম শুরু করা হয়। সিলেটে টিকা কার্যক্রম শুরুর আগে নগরীর কোভিড-১৯ টিকাদান কেন্দ্রর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

এসময় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত কেন্দ্রের ১০, ১১ ও ৪ নং বুথে চারজনের টিকাদানের মাধ্যমে সিলেটে ভ্যাক্সিনেশন কার্যক্রম শুরু হয়। টিকাদান পর্বে সিলেটে প্রথম টিকা গ্রহণ করেন সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি।


পরে ক্রমান্বয়ে টিকা নেন- সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক আল আজাদ, সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেট জেলা পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন পিপিএম, সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াসুর রহমান, সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল, ডা. আজিজুর রহমান রুমান।

এছাড়া করোনাযুদ্ধের সম্মুখসারির যোদ্ধাদের মধ্যে, নার্স, ডাক্তার, পুলিশ, মেডিক্যাল টেকনোলজিস্ট, পুলিশ, ও অগ্রাধিকার তালিকার নিবন্ধন করা নাগরিকরা সহ জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃতি ফুটবলার রঞ্জিত দাস সস্ত্রীক টিকা নেন।

এদিকে টিকা গ্রহণের পর সকলে স্বাভাবিক আছেন এবং দেশের মানুষকে নিজের স্বার্থে এবং দেশের স্বার্থে তারা নির্দ্বিধায় টিকা নেয়ার আহবান জানান।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি