সব
জৈন্তিয়া কেন্দ্রীয় ছাত্র পরিষদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ জানুয়ারি) বিকেলে নগরীর বন্দরবাজারের রঙমহল টাওয়ারের ৫ম তলায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সভাপতি হোসাইন আহমদ। সাধারণ সম্পাদক প্রণথ কান্ত দেবের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা লাল মোহন দেব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট আলতাফ হোসেন, অ্যাডভোকেট আব্দুর রহিম, নজরুল ইসলাম মাষ্টার, অ্যাডভোকেট ছয়ফুল আলম, জসিম উদ্দিন, আহমেদ মোস্তাকিন, বাবুল হোসেন ও অ্যাডভোকেট আল আসলাম মুমিন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জৈন্তা ছাত্র পরিষদের নবগঠিত কমিটির সহ সভাপতি রাসেল আহমদ, রুপক চন্দ্র দাস, ওয়ারিছ উদ্দিন, আবু তায়েফ, আশরাফুল ইসলাম, যুগ্ম সম্পাদক গোলাম রেজোয়ান রাজিব, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান আবির, আল-আমিন আহমদ চৌধুরী, তমিজুর রহমান, আরিফ মো. রিফাত, কাওসার আহমদ সুহেল, বদরুল ইসলাম, দপ্তর সম্পাদক রফিউল ইসলাম ফলিক, প্রচার সম্পাদক মাহবুবুর রহমান, পর্যটন সম্পাদক আব্দুল কাদির সুমন, সদস্য আরিফ রশীদ তুহিন ও জাহাঙ্গীর আলম।
এর আগে গত শুক্রবার (১ জানুয়ারি) ২০২১-২৩ সালের জন্য ১০১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দিয়েছেন জৈন্তিয়া কেন্দ্রীয় ছাত্র পরিষদের প্রধান উপদেষ্টা ও ১৭ পরগণা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর মো. আব্দুল মৌলা চৌধুরী।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি