জৈন্তাপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

জৈন্তাপুর প্রতিনিধি ;
  • প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২২, ৭:২৯ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

জৈন্তাপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) জৈন্তাপুর প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের নিজস্ব কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিলে অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল আহমদ ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) রিপামনী দেবী, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ, সিলেট জেলা পরিষদের সদস্য মুহিবুল হক মুহিব, ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, নিজপাট ইউপি চেয়ারম্যান মো. ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম, নিজপাট ইউপি আ.লীগের সভাপতি আতাউর রহমান বাবুল, ইমরান আহমদ সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. খায়রুল ইসলাম, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) তাবাবিল স্থল বন্দরের এডি ইমরান হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলতাফুর রহমান, ব্যবসায়ী মামুন পারভেজ, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহেদ আহমদ, ফয়েজ আহমদ, সহ সভাপতি মো. সেলিম আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজওয়ান করিম সাব্বির, অর্থ সম্পাদক মো. শাহজাহান কবির খান, সদস্য নাজমুল ইসলাম, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম এম রুহেল ।

এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক মীর শোয়েব আহমদ, সালমান শাহ, মো. জাহিদুল ইসলাম, ইউছুফ আলী, সাজ উদ্দিন সাজু প্রমুখ ।

এদিকে ইফতারের পূর্বে জৈন্তাপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম এ.কে.এম কুদরত স্মরনে এবং উপজেলা সকল প্রকার শান্তি কামনা করে দেশ ও জাতীর কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়৷

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি