সব
সিলেটের জৈন্তাপুরে চোরাচালান বিরোধী অভিযানে একটি ডিআই পিকআপসহ দশ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালান পণ্য আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
সিলেট জেলা পুলিশের গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলম এর নেতৃত্বে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) ভোর ৫ টার সময় জৈন্তাপুর থানাধীন হরিপুর লামা শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে সিলেট মেট্রো-ন-১১-০৭৫৫ ডিআই পিকআপসহ চোরাচালানের মাধ্যমে আসা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করা হয়।
এসময় চোরাচালানের সাথে জড়িত তিনজন জন পালিয়ে যায়। উদ্ধারকৃত চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় কসমেটিক্স, জুতা, কাপড়সহ বিভিন্ন পণ্য। এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য দশ লক্ষাধিক টাকা ও জব্দকৃত পিকআপের মূল্য আনুমানিক এগার লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান জানান, জাফলং সীমান্ত দিয়ে চোরাচালান পণ্য ভর্তি পিকআপ সিলেট শহরে আসার গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (উত্তর) সাইফুল আলম এর নেতৃত্বে জৈন্তাপুর থানাধীন শুক্রবাড়ি বাজারে চেকপোস্ট পরিচালানাকালে ডিবি পুলিশের উপস্থিতি দেখে চোরাচালানে জড়িতরা দ্রুত পিকাআপ গাড়ি বিপরীত দিকে ঘুরিয়ে হরিপুর বাজারের ভিতর দিয়ে লামা শ্যামপুর এলাকায় যেতে থাকে। সাথে সাথে ডিবি পুলিশের টিম চোরাকারবারিদের পিছু নেয়। এক পর্যায়ে চোরাকারবারিরা লামা শ্যামপুর মাদ্রাসার মাঠে পিকাআপ রেখে পালিয়ে যায়। পরে পুলিশ উপস্থিত লোকজনের সামনে পিকআপে থাকা চোরাচালান পণ্য সমূহ উদ্ধার করে জব্দ করে।
এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই সুজিত চক্রবর্তী বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।
এ ঘটনায় জড়িত পলাতক আসামীদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত আছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. লুতফুর রহমান।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি