জৈন্তাপুর থেকে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২১, ১:৪১ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে ৪৪৫ (চার শত পয়তাল্লিশ) পিছ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (উত্তর)।

রোববার রাতে সিলেটের জৈন্তাপুর থানার মোকামবাড়িস্থ আলুবাগান থেকে থাকে আটক করা হয়।

জানা যায়,পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলম এর নেতৃত্বে মাদক ব্যবসায়ী সেলিম আহমদ (৩৯) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সেলিম জৈন্তাপুর থানাধীন মোকামবাড়ি আলুবাগানস্থ আব্দুল মোত্তালিব এর ছেলে। এসময় ধৃত আসামী সেলিমের হেফাজত থেকে ৪৪৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে যার আনুমানিক বাজার মূল্য ১,৩৩,৫০/- (এক লক্ষ তেত্রিশ হাজার পাঁচশত টাকা)। এই ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই নিতাই লাল রায় বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো: লুৎফর রহমান জানান,পুলিশ সুপার মহোদয়ের পরিকল্পনা ও নির্দেশনায় সিলেট জেলাকে মাদক মুক্ত করতে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় জৈন্তাপুর থেকে গতকাল ৪৪৫ পিছ ইয়াবাসহ একজন কে গ্রেফতার করেছে ডিবি।

 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি