সব
সিলেটের জৈন্তাপুরে ১৬ সেপ্টেম্বর সকাল ১১ টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলোনায়েতনে সুচনাঃ”বাংলাদেশ অপুষ্টির চক্র প্রতিরোধে একটি প্রয়াস “প্রতিপাদ্য কে সামনে রেখে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন এর সভাপতিত্বে ও মাসুদ পারভেজ এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা স্বাস্থ কর্মকর্তা আমিনুল ইসলাম সরকার, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার,শাহ আলম চৌধুরী তোফায়েল, ইয়াহিয়া (ভারপাপ্ত) চেয়ারম্যান, এখলাছুর রহমান, কৃষি কমর্কর্তা ফারুক হোসাইন, সুুব্রত দেব নাথ, সুচনা প্রকল্প ,গর্ভন্যান্স এন্ড কমিউনিটি ডেভোলাপমেন্ট অফিসার শামছুন নাহার কনা, নিউটেশন অফিসার মাসুদ পারভেজ ও বিজেন বিশ্বাস,প্রমুখ।
বক্তারা ব্যক্তির জীবন মান উন্নয়ন,জলবায়ু পরির্বতন,পুষ্টির চাহিদা পূরনে জনে মনে সচতনতা সৃষ্টির পরামর্শ প্রদান করেন। আলোচনায় জনপ্রতিনিধি স্কুল ছাত্র ধর্মীয় প্রতিষ্টানের ছাত্র নিয়ে আলোচনা করতে বলা হয়। এবং সুচনা জৈন্তাপুর উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও প্রামণ্য চিএ প্রদর্শন চিত্র দেখানোর কথা বলা হয়।বাল্য বিয়ে প্রতিরোধ ১৮বছরের আগে বিয়ে নয়, ২০ এর আগে সন্তান নয় এই সব নিয়ে সমাজিক ভাবে আলোচনা করতে বলা হয়।
জৈন্তাপুরে সুচনা ২০১৬ সাল হতে কাজ করে যাচ্ছে ২০২২ সাল পর্যন্ত তাদের উন্নয়ন কাজ চালিয়ে যাবে।তারা নিজপাট ও চারিকাটা উন্নয়ন কাজ শেষ করেছে।পর্যায় ক্রমে সব কয়টির ইউ/পিতে কাজ করবে।
তারা আরো জানান ২০২২ সালে জৈন্তাপুর কে উন্নয়ন ও মডেল জৈন্তাপুর গঠনে এই প্রকল্পটি অগ্রনী ভূমিকা রাখবে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি