জৈন্তাপুরে রাস্তার ইটের খোয়া সরানোর নির্দেশ

জৈন্তাপুর প্রতিনিধি;
  • প্রকাশিত: ২০ এপ্রিল ২০২২, ১:১৮ পূর্বাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত টু রামপ্রসাদ রাস্তায় নিম্ন মানের সামগ্রী ব্যবহার করে কাজ করছে টিকাদারী প্রতিষ্টান ৷ এলজিইডি গাফিলতি সহ কাজের অনিয়ম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও ভাইরাল হওয়া সহ এলাকাবাসীর অভিযোগে তদন্তে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ১১টায় সরজমিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশিরুল ইসলাম পরিদর্শনে গেলে কাজের অনিয়ম এবং অসঙ্গতি দেখতে পান৷ এসময় চারিকাটা ইউপির রামপ্রসাদ গ্রামের বীর মুক্তিযোদ্ধা শওকত আলী সহ একাধিক ব্যক্তি সরাসরি কাজের অসঙ্গতি নিয়ে অভিযোগ করেন।

শওকত আলী আরও জানান তিনি উপজেলা প্রকৌশলী একেএম রিয়াজ মাহমুদ কে বিষয়টি মোবাইল ফোনে জানালেও তিনি সরজমিনে এসে কোন ব্যবস্থা গ্রহণ করেননি ৷ বরং টিকাদারী প্রতিষ্টানের পক্ষালম্বন করেন। এই সুযোগে টিকাদারী প্রতিষ্টানের লোকেরা নিম্নমানের সামগ্রী দেদারছে ব্যবহার করছে ৷ বিশেষ করে কাজের সময় একজন এলজিইডি কর্মকর্তা সরেজমিনে উপস্থিত থেকে কাজের তদরকির কথা থাকলেও কাউকে পাওয়া যায়নি বলে জানান ৷ এছাড়া টিকাধারী প্রতিষ্টান বন্দের দিন অতিরিক্ত শ্রমিক নিয়োগ করে রাস্তার কাজ সম্পন্ন করচ্ছে ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সরজমিন পরিদর্শন করে উপজেলা এলজিইডি কর্মকর্তাকে নির্দেশদেন রাস্তার ৫শত মিটারের ব্যবহৃত নিম্ন মানের ইঠের খোয়া সরিয়ে নিতে ৷ তিনি এলাকাবাসীকে বলেন, সরকার আপনাদের চলাচলের সুবিধার জন্য রাস্তার উন্নয়ন কার্যক্রম হাতে নিয়েছে ৷ কাজের সটিক মান মেনে কাজ হচ্ছে কিনা তা খতিয়ে দেখে কোন অসংগতি ধরা পড়লে দ্রুত আমাকে জানাবেন ।

এছাড়া এগুলো সরচ্ছে কি না আমাকে অবহিত করবেন । আমি ব্যবস্থা গ্রহন করব। এসময় তিনি এলজিইডি কর্মকর্তাকে বলেন নিম্নমানের সামগ্রী সরিয়ে না নিলে টিকাধারী প্রতিষ্টান কাজের মান ভাল না করলে তার কাজের বিল বন্দ রাখার নির্দেশ প্রদান করেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি