জৈন্তাপুরে যানজট নিরসন ও ফুটপাটে অবৈধ দখল মুক্ত অভিযান

জৈন্তাপুর প্রতিনিধি;
  • প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২২, ১০:৪৪ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

জৈন্তাপুর উপজেলা সদরের বাজার রাস্তায় যানজট নিরসন এবং ফুটপাট অবৈধ দখল মুক্ত করতে উপজেলা প্রশাসন এক বিশেষ অভিযান পরিচালনা করেছে।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ।

রোববার (২৪ এপ্রিল) দুপুর ১২ টা থেকে তিনি জৈন্তাপুর স্টেশন বাজার ও উপজেলা রোড এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করেন।

এ সময় তিনি বলেন, বাজার এলাকায় যানজটের মুল কারন হল রাস্তার দুই পাশে পথচারীদের চলাচলের জায়গায় অবৈধ ভাবে দখল করে বিভিন্ন রকমের ব্যবসা পরিচালনা করা। অবৈধ ভাবে রাস্তা দখল করে ব্যবসার ফলে সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে দুর্ভোগে পড়তে হয়।

তিনি অনুরোধ করেন ব্যাটারি চালিত টমটম অটোরিকশা, নির্ধারিত স্থানে পার্কিং করতে এবং ফুটপাতের রাস্তা দখল করে দোকান না বসিয়ে বাজারের ভেতরের জায়গায় ব্যবসা করতে বলেন।

তিনি আরো বলেন, সকলের সম্মিলিত সহযোগিতায় আমরা সুন্দর ও যানজট মুক্ত জৈন্তাপুর গড়তে চাই।

এসময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার এসআই নিখল চন্দ্র দাস, বাজার সমিতির সভাপতি সুলেমান আহমদ,জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম সহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্ট

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি