জৈন্তাপুরে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ কার্যক্রম ও মুক্তির উৎসব উদযাপন

জৈন্তাপুর প্রতিনিধি;
  • প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২২, ১১:৫৮ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

সিলেটের জৈন্তাপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের আয়োজনে জৈন্তা দারুছ ছুন্নাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসায় দিনব্যাপী মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ কার্যক্রম ও মুক্তির উৎসব উদযাপন অনুষ্ঠিত হয়।

রবিবার (১১ নভেম্বর) সকাল ১০টায় জৈন্তা দারুছ ছুন্নাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসার হল রুমে মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ ফয়জুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত হয় দিনব্যাপী মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ কার্যক্রম ও মুক্তির উৎসবে স্বাগত বক্তব্য ও প্রতিযোগীতা পরিচালনা করেন প্রোগ্রাম অফিসার রনজু আহমেদ। মূখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন একাডেমিক সুপার ভাইজার আজিজুল হক খোকন, প্রোগ্রাম অফিসার ইনজাম-উল-হক, সহকারি প্রোগ্রাম অফিসার মো. হাসিবুর রহমান।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ কার্যক্রমে দুটি গ্রুপে লিখিত কুইজ, রচনা প্রতিযোগিতা, চিত্রাংঙ্কন, মৌখিক কুইজ ও উপস্থাপন প্রতিযোগিতায় ২৫০জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি