জৈন্তাপুরে মাসিক আইনশৃংখলা সভা অনুষ্টিত

নাজমুল ইসলাম, জৈন্তাপুর;
  • প্রকাশিত: ১২ অক্টোবর ২০২০, ৮:৫১ অপরাহ্ণ | আপডেট: ৫ বছর আগে

জৈন্তাপুর উপজেলা প্রসাশনের উদ্যোগে জৈন্তাপুর উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ে জন প্রতিনিধি, সাংবাদিক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশিল সমাজকে নিয়ে সোমবার সকাল ১১ টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা আজ অনুষ্টিত হয়।

উপজেলা নিবার্হী অফিসার নাহিদা পারভীন এর সভাপতিত্বে উক্ত সভার কার্জক্রম শুরু হয়।

সভায় বক্তারা বলেন আইন শৃঙ্খলা বাহিনীকে কোন তথ্য প্রধান করলে তথ্য দাতার নাম সহজে প্রকাশ হয়ে যায় এ জন্য সহজে কেউ অপরাধিদের সর্ম্পকে তথ্য দিতে চায়না। উপজেলার বিভিন্ন এলাকায় চুরি, মাদকের বিস্তার, ভারতীয় তীর খেলা, বাল্যবিবাহ, নারী নিযার্তন, চোরাচালান ব্যবসা, তামাবিল সড়কের গাড়ির যত্রতত্র গাড়ি পার্কিং নিয়ে আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে নাহিদা পারভীন আলোচনার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে বলেন, সিমান্তে চোরাচালান রোধে আইনশৃংখলা বাহিনির টহল বাড়াতে হবে। উপজেলার ৬টি ইউনিয়নে ঘটিত সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক প্রতিবেদন প্রধান ও অবৈধ ভাবে পাহাড় কাটা জন্য ইউনিয়ন কমিটি গঠন সহ সার্বিক বিষয় নিয়ে বিভিন্ন জনের বক্তব্যে উপর আলোচনা করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফারুক আহমদ, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ওমর ফারুক, ১নং জৈন্তাপুর ইউপি (ভারপাপ্ত) ইয়াহিয়া, ৪নং দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম, চিকনাগুল ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ আমিনুল ইসলাম সরকার, উপজেলা মধ্যমিক শিক্ষা অফিসার সোলাইমান হোসাইন, কৃষি অফিসার ফারুক হোসাইন, জৈন্তাপুর প্রেসক্লাবের সাধারন গোলাম সরোওয়ার বেলাল, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব সভাপতি এম,এম, রুহেল, উপজেলা সমাজসেবা অফিসার একে আজাদ ভূইয়া সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি