জৈন্তাপুরে মহান বিজয় দিবস পালন

জৈন্তাপুর প্রতিনিধি;
  • প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২২, ৯:১৭ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

সিলেটের জৈন্তাপুরে মহান বিজয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে।জৈন্তাপুর রাজবাড়ি খেলার মাঠে সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মহান বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়।

অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি । তিনি আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন৷ উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম ও উপজেলা একাডেমিক সুপার ভাইচার মাধ্যমিক মো: আজিজুল হক খোকন যৌথ পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিপামনি দেবী, সিনিয়র সহকারী পুলিশ সুপার কানাইঘাট (সার্কেল) মো. আব্দুল করিম, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ, ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আব্দুল মৌলা চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, ইউপি চেয়ারম্যান মো. ইন্তাজ আলী, বাহারুল আলম বাহার, কামরুজ্জামান চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডার যাদবময় বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মেম, সহকারী অধ্যাপক শাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান বাবুল, জৈন্তাপুর বিয়াম ডক্তার কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী সহ সুধিজন অংশ গ্রহন করেন।

মহান বিজয় দিবসের সুচনা লগ্নে উপজেলা সদরে অবস্থিত স্মৃতিসৌধ-এ পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, আওয়ামীলীগ ও তার সহযোগি সংগঠন, বিএনপি ও তার সহযোগি সংগঠন, জৈন্তাপুর প্রেসক্লাব, নিজপাট ইউনিয়ন পরিষদ, জৈন্তাপুর স্টেশন বাজার ব্যবসায়ী সমিতি, আবাসিক প্রকৌশলী, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান, সামাজিক ও সংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া সংগঠনের পক্ষ থেকে উপজেলা কমপ্লেক্সে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যারালে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি