জৈন্তাপুরে ভারতীয় মদ ও বিষ্ফোরকসহ আটক ১

জৈন্তাপুর প্রতিনিধি ;
  • প্রকাশিত: ১১ জুন ২০২১, ৯:৫০ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

সিলেটের জৈন্তাপুর বাঁসগাড়ী হতে ১ বোতল ভারতীয় মদসহ ৩০ প্যাকেট বিষ্ফোরক সহ ১জনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানাযায়, জৈন্তাপুর মডেল থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে সিলেট-তামাবিল মহা সড়কের আসামপাড়া এলাকায় বিকাল সাড়ে ৩টায় উপপরিদর্শক (এসআই) পার্থ ও সঙ্গীয় পুলিশ ফৌর্স চৌকী বসিয়ে জাফলং হতে ছেড়ে আসা সিলেট গামী বাঁস গাড়ীতে অভিযান পরিচালনা করে ১বোতল ভারতীয় এবং ৩০প্যাকেট বিষ্ফোরক (পটকা বোমা) সহ আটক করা হয়। আটককৃত ব্যক্তি গোয়াইনঘাট উপজেলার ভিত্রিখেল গ্রামের গোপেশ বোর্নাজীর ছেলে অজয় বোর্নাজ (৩০)।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ প্রতিবেদককে বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে থাকে আটক করা হয়। তার নিকট হতে ১বোতল ভারতীয় মদ ও ৩০ প্যাকেট বিষ্ফোরক (পটকা বোমা) উদ্ধার করা হয়েছে। বিষ্ফোরক আইনে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি