সব
জৈন্তাপুরের দরবস্ত ইউনিয়নের অন্তর্গত ধামরাই ব্রিজের উপর থেকে একটি ট্রাক ছিটকে পড়ে গিয়ে দুজনের মৃত্যু হয়েছে। তারা ট্রাকের চালক ও হেলপার। রবিবার সকাল আনুমানিক ৬টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। সকাল ১০টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল মর্গে আনা হয়েছে।
নিহতরা হচ্ছেন জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের বন্দরহাটি গ্রামের আব্দুস সোবহানের ছেলে এবাদুর রহমান খোকন (২৭) ও গোয়াইনঘাট উপজেলার নলজুরি পশ্চিমপাড় গ্রামের মাহতাব হোসেনের ছেলে রাসেল আহমদ (৩৫)।
জৈন্তাপুর থানার ওসি মোহাম্মদ মহসিন আলী বলেন, ‘ব্রিজের উপর থেকে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই চালক ও হেলপারের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। রাত জেগে ট্রাক চালানোর কারণে এ ঘটনা ঘটতে পারে এমন ধারণা করা হচ্ছে।’
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি