জৈন্তাপুরে পুলিশের অভিযান, আটক ৫

জৈন্তাপুর প্রতিনিধি;
  • প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১০:১৭ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

সিলেটের জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভূক্ত পাঁচ আসামী গ্রেফতার ।

পুলিশ সূত্রে জানাযায়, গতকাল ১৮ ফেব্রুয়ারী শুক্রবার রাতে জৈন্তাপুর মডেল থানার পুলিশের দুটি টিম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ভিবিন্ন মামলার ওয়ারেন্ট ভূক্ত পাঁচ আসামীকে আটক করা হয়।

আটককৃতরা হল উপজেলার নিজপাট ইউপির ডিবির হাওর গ্রামের মৃত চন্দ্র মনি বিশ্বাসের ছেলে রাম বিশ্বাস (৩৮), কমলাবাড়ী গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে জামাল উদ্দিন (৩৫), জৈন্তাপুর ইউপির আগফৌদ গ্রামের তৈয়ব আলীর ছেলে মো. রব্বানী (২৭), দরবস্ত ইউপির নুরপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সালমান আহমদ (২৪), চারিকাটা ইউপির ভিত্রিখেল পশ্চিম গ্রামের মৃত শফিকুল হকের ছেলে মো. বশির আহমেদ বতাই (৪৮)।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ আটকের বিষয় নিশ্চিত করে বলেন পুলিশের দুটি টিম অভিযান পরিচালানা করে তাদেরকে আটক করা হয় ৷ আজ দুপুরে তাদেকে আদালতের মাধ্যমে হাজতে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি