জৈন্তাপুরে পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক

জৈন্তাপুর প্রতিনিধি;
  • প্রকাশিত: ২১ জুলাই ২০২০, ৪:৩৮ অপরাহ্ণ | আপডেট: ৫ বছর আগে

সিলেট জৈন্তাপুর মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে দুইটি বিশেষ অভিযান করে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, সিলেট জৈন্তাপুর উপজেলার চিকনাগুল থেকে সোমবার দিবাগত রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে পানিছড়া এলাকার হাবিব নগর চা বাগানের স্বাস্থ্য কেন্দ্রের বিপরীত পাশের্ সিলেট তামাবিল মহাসড়ক সংলগ্ন চা বাগানে প্রবেশ রাস্তার মুখে কতিপয় লোক মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। সাথে সাথে ঘটনাস্থলে পৌছে ৯ লিটার দেশীয় মদসহ উপজেলার ঠাকুরের মাটি (পূর্বাংশ) গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে রফিকুর রহমান (৪৫) ও চিকনাগুল (পূর্ব সাতজনি) গ্রামের মোঃ আব্দুল লতিফের ছেলে মোঃ মাসুক আহমদকে আটক করে জৈন্তাপুর মডেল থানায় নিয়ে আসে যার মামলা নং- ১৩, ২০ জুলাই ২০২০খ্রিঃ।। অপর দিকে ২১ জুলাই মঙ্গলবার সকাল ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানা পুলিশ ৪টি মাদক মামলার আসামি ২১ পিস ইয়াবাসহ নিজপাট মাস্থিংহাটি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে সাইফুল আজম ডিয়ারকে আটক করে। জৈন্তাপুর মডেল থানায় মামলা নং- ১৪, ২১ জুলাই ২০২০খ্রিঃ।
এ ব্যপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক সত্যতা নিশ্চিত করে প্রতিবেদককে বলেন, জৈন্তাপুর উপজেলাকে মাদক মুক্ত করতে আমরা দিন-রাত কাজ করে যাচ্ছি। এরই অংশ হিসাবে আমার টিম জৈন্তাপুর গোপন সংবাদের ভিত্তিত্বে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে জৈন্তাপুর থানায় মাদক মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি