সব
জৈন্তাপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো আরডিআরএস বাংলাদেশের মাধ্যমে পরিচালিত গুচ্ছগ্রাম দক্ষিণ উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আজিজুল হক খোকন, উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মো. শফিউল আলম, আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম সুপারভাইজার মো. আলাউদ্দিন।
পরিদর্শন সময় মতবিনিময় কালে বিদ্যালয় ব্যাবস্থাপনা কমিটি সদস্য ও অভিভাবকরা স্কুলোর উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বলোন এই স্কুলে ভর্তি হওয়ার আগে শিশুরা কিছুই জানতো না,পারতো না৷ এখন তারা ভালো করে লিখতে ও পড়তে পারে এবং নাচ, গান, অভিনয়ে পারদর্শী হয়েছে। স্কুলে ভর্তি হওয়ার পূর্বে শিক্ষার আলো বঞ্চিত৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম বলেন, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আউট অব স্কুল চিলড্রন এডুকেশন প্রোগ্রাম বাংলাদেশ সরকারের যুগউপযোগী প্রকল্প । প্রকল্পের মাধ্যমে ঝরেপড়া ও সুবিধাবঞ্চিত শিশুরা শিক্ষার মূলধারায় ফিরে এসেছে।
উল্লেখ্য চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) সাব কম্পোনেন্ট ২.৫ আউট অব স্কুল চিলড্রেন প্রোগ্রামের আওতায় ঝরে পড়া বা বিদ্যালয়ে ভর্তি না হওয়া ৮ হতে ১৪ বছর বয়সী শিশুদের দ্বিতীয় বার প্রাথমিক শিক্ষার সুযোগ ও আনুষ্ঠানিক শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে সুযোগ তৈরি করেছে। আরডিআরএস বাংলাদেশ এই প্রোগ্রাম বাস্তবায়ন সহায়ক সংস্থা হিসেবে কাজ করছে। সিলেটের জৈন্তাপুর উপজেলায় ৮২টি শিখন কেন্দ্রে ২হাজার ২শত ৪৩ জন শিক্ষার্থী অধ্যায়নরত আছে। এখানে শিক্ষার্থীদেরকে শিক্ষা উপকরণ খাতা, কলম, পেন্সিল, ইরেজার, রং পেন্সিল ইত্যাদি বিনামূল্যে দেওয়া হয়।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি