সব
মাছে ভাতে বাঙালি একথা আমরা সবাই জানি। কিন্তু এই অমূল্য সম্পদ মাছ ধ্বংস করছে মানুষ নির্বিচারে।
কারেন্ট জালের মাধ্যমে মা মাছসহ সকল ধরনের ছোট মাছ শিকার করছে ফলে দেশে মাছের উৎপাদন হ্রাস পাবার সম্ভাবনা দেখা দিচ্ছে।তাই এই মরণ ফাদ কারেন্ট জালের বিরুদ্ধে ২৩ জুলাই জৈন্তাপুর উপজেলা প্রশাসন থেকে দরবস্ত ও হরিপুর বাজারের অবৈধ কারেন্ট জাল বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন।
এসময় বেশ কয়েকটি দোকান থেকে প্রায় ৩০০ টি জাল উদ্ধার করা হয় যার বাজার মূল্য প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা। এসকল অবৈধ কারেন্ট জাল জনসমক্ষে পুড়িয়ে ফেলা হয়। এছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করে তা আদায় করা হয়।
এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ফারুক আহমেদ। এসময় সিনিয়র মৎস কর্মকর্তা জৈন্তাপুর জনাব শেখ মোহাম্মদ মাসুদ এবং জৈন্তাপুর মডেল থানার পুলিশ সদস্যগণ উপস্তিত ছিলেন।
এ সম্পর্কে সিনিয়র মৎস কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ বলেন,” মৎস্য সপ্তাহ উপলক্ষে আমরা আজকে অভিযান করেছি এবং ২ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যমানের অবৈধ কারেন্ট জাল ধ্বংস করেছি। আমরা মাছের উৎপাদন বৃদ্ধি করার জন্য এ অভিযান নিয়মিত পরিচালনা করব এবং জৈন্তাপুর উপজেলাকে মৎস্য সম্পদে পূর্ণ করব।”
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি