জৈন্তাপুরে কামরাঙ্গীখেল ফুটবল টুর্ণামেন্ট সম্পন্ন

জৈন্তাপুর প্রতিনিধি;
  • প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২২, ১০:১৮ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের কামরাঙ্গীখেল মাঠে কামরাঙ্গী জাগরন যুব সংঘের আয়োজনে ফুটবল টুর্ণামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা সম্পন্ন হয়।

শনিবার (২৬ নভেম্বর) বিকাল সাড়ে ৫টায় কামরাঙ্গীখেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ফুটবল মাঠে অনুষ্টিত ফাইনাল খেলার প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।

অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন। জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, খেলা পরিচালনা কমিটির সভাপতি সাবেক ইউপি সদস্য আব্দুস শুকুর, পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শামীম আহমদ। নিজপাট ইউপি’র সদস্য সেলিম আহমদ, সাইফুল ইসলাম, চারিকাটা ইউপি’র প্যানেল চেয়ারম্যান সামছুজ্জামান সেলিম, সিফত উল্লাহ কুটি, জৈন্তাপুর প্রেসক্লাব অর্থ সম্পাদক শাহজাহান কবির খান।

নির্ধারিত সময়ে খেলা ড্র হওয়ার ট্রাইব্রেকারে দিগারাইল একাদশকে (৪-৫) গোলে হারিয়ে চারিকাটা উচ্চ বিদ্যালয় একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি