জৈন্তাপুরে আওয়ামীলীগের সভা

জৈন্তাপুর প্রতিনিধি;
  • প্রকাশিত: ৩ মার্চ ২০২২, ১০:৪৫ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে বর্ধিত সভা অনুষ্ঠিত।

বৃহস্পতিবার (৩ মার্চ) বিকাল ৩টায় জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা আওয়ামীলীগের সভাপতি কমাল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিয়াকত আলীর সঞ্চালনায় বর্ধিত সভায় সম্মানীত অতিথি হিসাবে বক্তব্য রাখেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপি।

প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান।

এসময় উপস্হিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট মো. নিজাম উদ্দিন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাজমিন হোসেন, আইন সম্পাদক অ্যাডভোকেট আজমত আলী, দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামসুল আলম সেলিম, উপদপ্তর সম্পাদক মজির উদ্দিন, জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর শাফি চৌধুরী এলিম, সাহাদত করিম, এডভোকেট ফখরুল ইসলাম, গোলাপ মিয়াসহ উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ নেতাকর্মীরা।

বর্ধিত সভায় বিগত দিনের উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের সাংগঠনিক কার্যক্রমের লিখিত রির্পোট উপস্থানপন করেন স্থানীয় নেতৃবৃন্দরা।

 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি