জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবীতে তামাবিল সড়ক অবরোধ

জৈন্তাপুর প্রতিনিধি;
  • প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২২, ১০:৫৭ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

সিলেটের জৈন্তাপুর উপজেলার সারী নদী থেকে অবৈধ বোমা মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবী জানিয়ে সিলেট তামাবিল জাফলং সড়কের সারীঘাট দক্ষিণ বাজারে রাস্তা অবরোধ করেন স্থানীয় বারকি শ্রমিক ও ব্যবসায়ীগণ ।

সোমবার (২৬ ডিসেম্বর) সকাল ও বিকেল দুই দফায় অন্তত ৩ ঘন্টা রাস্তায় অবরোধ কর্মসূচি পালন করা হয়। সকাল ৮ থেকে দুপুর ১১টা পর্যন্ত এবং বিকেল ৪ টা থেকে ৫ টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করেন।

পরবর্তীতে সন্ধ্যায় উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) গোলাম দস্তগীর আহমেদ, দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার, আলীরগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম আনোয়ার সাহাদাত,সাবেক ছাত্রনেতা ইলিয়াস আলী লিপু সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগনের আশ্বাসে রাস্তার অবরোধ প্রত্যাহার করা হয়।

প্রশাসন সূত্রে জানাগেছে, বালু মহালের চলমান বোমা মেশিন সমস্যা নিয়ে মঙ্গলবার সকালে উপজেলায় প্রশাসন বারকি শ্রমিক, ব্যবসায়ী এবং সারী নদী ইজারাদারের সাথে যৌথ বৈঠকে অনুষ্ঠিত হবে।

সারীঘাট বারকি শ্রমিক সমিতির সভাপতি আমীর আলী জানান, সারি নদীতে অবৈধ বোমা মেশিন বন্ধের জন্য শ্রমিকরা রাস্তা অবরোধ করেন। প্রশাসন সুষ্ট সমাধানের আশ্বাসে আমরা রাস্তার অবরোধ তুলে নিয়েছি।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি