জৈন্তাপুরের মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার লাইফ সাপোর্টে

জৈন্তাপুর প্রতিনিধি ;
  • প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২০, ১১:২৯ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেনের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। শনিবার দুপুরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাকে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। শনিবার রাতে চিকিৎসকরা তাঁকে ভেন্টিলেশন সাপোর্ট নেয়া হয়। আনোয়ার হোসেনের পুত্র দৈনিক ইন্তেফাক পত্রিকার জৈন্তাপুর প্রতিনিধি আবুল হোসেন মোঃ হানিফ জানান, চিকিৎসকদের কথা মত তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

ওসমানী হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারদের সম্বনয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের মাধ্যমে ব্রেন স্ট্রোকে আক্রান্ত বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেনের চিকিৎসা প্রদান করা হচ্ছে। তাঁর পরিবারের পক্ষ থেকে সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে ।

উল্লেখ্য জৈন্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবসের প্রস্তুতি সভায় হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন , এসময় সভায় উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীনসহ মুক্তিযোদ্ধা ও উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ মোঃ আনোয়ার হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, সেখানকার কর্তব্যরত ডাক্তাররা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে ওসমানী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।হাসপাতালের ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করে জানান মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন ব্রেন স্ট্রোক করেছেন ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি