সব
জেসিপিএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশন সাম্প্রতিক অ্যাসোসিয়েশনের ফেসবুক গ্রুপে প্রাক্তণ ছাত্রের ব্যানারে একটা টুর্নামেন্ট আয়োজন এবং টুর্নামেন্টকে ঘিরে অনাকাঙ্কিত ও অপ্রীতিকর ঘটনার তীব্র নিন্দা জানায়।
১০ জানুয়ারি অ্যাসোসিয়েশনের ইমেইলে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, সকল প্রাক্তণ জেসিপিএসসিয়ানদের (জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ) নিয়ে সংঘবদ্ধভাবে একই প্লাটফর্মে কার্যক্রম পরিচালনার জন্য ২০১৭ সালে জেসিপিএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অনুমোদন পেয়েছে। অ্যালামনাইদের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে অ্যাসোসিয়েশন এবং জেসিপিএসসির সামগ্রিক উন্নয়নের জন্য কাজ করাই হচ্ছে এর লক্ষ্য। এছাড়াও গঠনতন্ত্রের ৬নং ধারাতে ৭টি উদ্দেশ্যের কথা বলা আছে।
সাম্প্রতিক অ্যাসোসিয়েশনের ফেসবুক গ্রুপে প্রাক্তণ ছাত্রের ব্যানারে একটা টুর্নামেন্ট আয়োজন এবং টুর্নামেন্টকে ঘিরে অনাকাক্সিক্ষত ও অপ্রীতিকর ঘটনার ছবি সহ বেশ কিছু পোস্ট করা হয়। এমনকি কলেজের নামে ও কিছু অপপ্রচার করা হয়। তাছাড়া সবকিছুতে কলেজের মনোগ্রাম ব্যবহার করা হয়। পরবর্তীতে অ্যাসোসিয়েশনের দায়িত্বশীলদের কাছেও এ ব্যাপারে অনেকে ফোন দিয়ে বিষয়টা জানতে চান।
কিন্তু এই আয়োজনে এলামনাই অ্যাসোসিয়েশনের সাথে কোন মিটিং বা আলাপ করা হয়নি কখনো। কোন পোস্টও অ্যাসোসিয়েশন এর ফেইসবুক গ্রুপে অনুমোদন দেওয়া হয়নি।
প্রাক্তণ শিক্ষার্থীদের অ্যাসোসিয়েশন থাকা সত্ত্বেও বিক্ষিপ্তভাবে এই আয়োজন তথা কলেজের ভাবমূর্তিতে আঘাত করায় জেসিপিএসসি এলামনাই অ্যাসোসিয়েশন এর তীব্র নিন্দা জানায়। এছাড়াও কোন সার্ভিং শিক্ষকের এ ধরণের আয়োজনে অতি উৎসাহী হয়ে এরকম আয়োজনে জড়িত থাকার ব্যাপারেও অ্যাসোসিয়েশন তীব্র প্রতিবাদ জানায়।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি