সব
পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. একে আব্দুল মোমেন সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যাল উদ্বোধন করেছেন।
আজ বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টায় সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থাপিত মুর্যাল উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী।
সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের পরিকল্পনায় ও জেলা প্রশাসনের উদ্যোগে স্থাপিত বঙ্গবন্ধুর এ মুর্যাল উদ্বোধন পরে তাতে পুষ্পাঞ্জলি অর্পণ করেন মন্ত্রী। এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট শাহাদাৎ বরণকারী সকলের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার মো: মশিউর রহমান এনডিসি, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, সিলেট জেলা পুলিশ মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম, ওসমানী মেডিকেল এর পরিচালক ইউনুস রহমান, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল,মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলার সাধারণ সম্পাদক নাসির উদ্দীন খান,কোতয়ালী থানার ওসি সেলিম মিয়া, মহানগর আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, মহানগর যুবলীগ এর সভাপতি আলম খান মুক্তি, সহ জেলা প্রশাসনের অন্যা কর্মকর্তারা
প্রতিকৃতিটির স্থাপত্য নকশা করেন স্থপতি শুভজিৎ চৌধুরী ও প্রতিকৃতি নকশায় ছিলেন শেখ নাঈম দীপু।
উল্লেখ্য, তিনদিনের সফরে গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) সিলেট আসেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ . কে. আব্দুল মোমেন এমপি। আজ ও আগামীকাল সিলেটে কয়েকটি অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
জানা গেছে, আজ বিকেল ৩টায় সিলেট সিটি করপোরেশনে ‘আগামীর সিলেট’ প্রকল্প সংক্রান্ত আলোচনাসভায় যোগ দেবেন মন্ত্রী। বিকেল ৫টায় হাফিজ কমপ্লেক্সে রয়েছে জাতীয় শোক দিবসের দোয়া মাহফিল, সেখানেও উপস্থিত থাকবেন ড. এ . কে. আব্দুল মোমেন।
আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী সকাল ১০টায় সিলেটের রাতারগুল অর্গানিক এগ্রো টেকনোলজি পার্ক এবং রিসোর্টের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধান অতিথি হিসেবে। পরে বেলা ১১টায় সিলেট সদর উপজেলার বাইশটিলাস্থ জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করবেন মন্ত্রী। দুপুর ১২টায় সিলেট থেকে সড়ক পথে মৌলভীবাজারের উদ্দেশ্যে এবং সেখান থেকে বিকেলে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন মন্ত্রী।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি