জুড়ীতে জুয়া আসরে পুলিশের অভিযান,আটক ১

জুড়ী প্রতিনিধি;
  • প্রকাশিত: ২৮ আগস্ট ২০২০, ১১:৫১ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

জুড়ী উপজেলাকে অপরাধ মুক্ত রাখতে, গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত অভিযানের অংশ হিসাবে জুড়ি সহ উপজেলার ফুলতলা ইউনিয়নের কোনাগাও গ্রামের লিলু মিয়ার বাড়িতে গত রাতে অভিযানে অংশ গ্রহন করে জুড়ি থানা পুলিশ, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে উক্ত বাড়িতে প্রতিদিন রাতে জুয়ার আসর বসত। এমনকি এলাকার যুবক সহ বাহিরের এলাকার অনেক যুবকরা এসে এখানে নিয়মিত জুয়ার খেলতো।

গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জুড়ী থানার একদল পুলিশ সেখানে হানা দেয়।এ সময় জুয়াড়ীরা পালিয়ে গেলে ও জুয়ার মূল হোতা লিলু মিয়াকে কে গ্রেফতার করতে সক্ষম হয় জুড়ি থানা পুলিশ ।

এ সময় তার কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত তাস, নগদ টাকা, মোবাইল ফোন জব্দ করা হয়।

জুড়ী থানার ওসি সন্জয় চক্রবর্তী জানান, এই ঘটনায় জুয়া আইনে মামলা রুজু হয়েছে, আসামীকে কোর্টে প্রেরন করা হবে,
জুড়ীকে মাদকমুক্ত,জুয়া মুক্ত করে আইনশৃঙ্খলা পরিস্থিতি সাভাবিক রাখতে নিয়মিত মাদক, জুয়া সহ যে কোন অপরাধের বিরোদ্ধে জুড়ী থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি