জুড়িতে বেড়েছে বানরের অসাভাবিক উপদ্রব

আনোয়ার হোসেন মন্জু, জুড়ি ;
  • প্রকাশিত: ২৫ আগস্ট ২০২০, ৪:২১ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের দ্বহপাড়া, পাতিলাসাঙ্গন, গ্রামে বেড়েছে বানরের অসাভাবিক উপদ্রব। খাবারের জন্য প্রাণীগুলোর উত্যক্তের হাত থেকে
এলাকার কোন শ্রেনীর জনসাধারণ রক্ষা পাচ্ছে না,হঠাৎ করেই বাসা-বাড়িতে দলবদ্ধ হয়ে হামলার পাশাপাশি ছোট শিশুদের আক্রমণ করে তাদের কাছ থেকে খাবার কেড়ে নিচ্ছে। গত কয়েক বছর ধরে বানরের উপদ্রুব এর জন্য উক্ত এলাকার মানুষ প্রায় ফসল শুন্য, এমনকী কোনভাবেই এদের অত্যাচার থেকে রক্ষা পাচ্ছে না এলাকার কোন প্রনীর শ্রেনীর মানুষ,

এর অন্যতম কারণ এই হাজার হাজার বানরের খাদ্য সংকট, এই খাদ্য সংকঠে চরম বেপরোয়া হয়ে উটেছে এই প্রাকৃতিক ভাবে বেড়ে উঠা বানরগুলো,

তাই বানরের উপদ্রব ঠেকাতে বন বিভাগ ও সংশিষ্ট প্রশাসনকে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জোর দাবি জানান এলাকাবাসী ।

অন্যতায় বানরের উপদ্রব থেকে মুক্তি যে কোন পদক্ষেপ নিতে বাধ্য হবে এলাকাবাসী, তাই প্রাণী গুলো যথাযত আবাসনের ব্যবস্তা করে, উক্ত এলাকার মানুষদের মুক্তি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ নিতে আহবান এলাকাবাসী।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি