জুুড়ীতে অবৈধ পলিথিন জব্দ, জরিমানা

জুড়ী প্রতিনিধি ;
  • প্রকাশিত: ১২ আগস্ট ২০২০, ১:২৪ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

মৌলভীবাজারের জুড়ীতে নিষিদ্ধ ঘোষিত পলিথিন রাখার দায়ে এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার বেলা ২টায় উপজেলার কামিনীগঞ্জ বাজারের গফুর কমপ্লেক্স মার্কেটের একটি গুদাম ঘরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান জুড়ী থানার পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

ঘর থেকে ২ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত দোকান মালিক মো. মহিউদ্দিনকে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ (ক) ধারা লঙ্ঘন করায় উক্ত আইনের ১৫(১) ধারার বিধানমতে দুই লক্ষ টাকা অর্থদন্ড প্রদান ও তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি