জুভেন্টাসের কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

;
  • প্রকাশিত: ৮ জুলাই ২০২০, ৪:২০ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

কোচ হিসেবে নতুন ভূমিকায় অবতীর্ণ হতে যাচ্ছেন ইতালিয়ান সাবেক তারকা আন্দ্রে পিরলো। আগামী মৌসুমে জুভেন্টাস অনুর্ধ্ব-২৩ দলের কোচ হিসেবে কাজ শুরু করতে যাচ্ছেন সাবেক এই তারকা মিডফিল্ডার।

তার নতুন দল বর্তমানে সিরি-সি লিগে খেলছে। গত মৌসুম পর্যন্ত দলটির দায়িত্বে ছিলেন আরেক সাবেক খেলোয়াড় ফ্যাবিও পায়েসিয়া। ইতালিয়ান জাতীয় দলের সাবেক এই দুই মিডফিল্ডারই জুভেন্টাসের হয়ে খেলেছেন।

স্কাই স্পোর্টস ইতালিয়া সূত্রমতে অনুর্ধ্ব-২৩ দলে পিরলোর সাথে কোচ হিসেবে আরো থাকবেন নাপোলির যুব দলটিকে কোচিংয়ের অভিজ্ঞতা সম্পন্ন রবার্তো বারোনিও।

জুভেন্টাসের সাবেক মিডফিল্ডার পিরলো ২০১৭ সালে সব ধরনের ফুটবল থেকে অবসর গ্রহণ করেন। ক্লাব ফুটবলে তিনি জুভেন্টাস ছাড়াও এসি মিলান, ব্রেসিয়া ও নিউ ইয়র্ক সিটির হয়ে খেলেছেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি