জুড়ীতে ৮ রোহিঙ্গাসহ আটক ৯

জুড়ী প্রতিনিধি;
  • প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২২, ৮:৫৫ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

দেশের অন্যতম সীমান্তবর্তী জেলা মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল নালাপুঞ্জি এলাকা থেকে ৮ রোহিঙ্গাসহ আরও ১ বাংলাদেশীকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুমের তৎপরতা ও স্থানীয় এলাকাবাসীর সহযোগীতায় বুধবার (১৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল নালাপুঞ্জি এলাকায় ৮রোহিঙ্গা ও ১ বাংলাদেশীসহ মোট ৯ জনকে সন্দেহজনক ভাবে ঘুরাফেরা করতে দেখেন।

তাৎক্ষনিক স্থানীয় এলাকাবাসী ও চেয়ারম্যান মিলে রোহিঙ্গাদের আটক করিয়ে ইউনিয়ন পরিষদে নিয়ে আসা হয়। পরে ইউপি চেয়ারম্যান বর্ডার গার্ড (বিজিবি) ও জুড়ী থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে জুড়ি থানা পুলিশ এসে তাদের জিম্মায় নিয়ে যায়।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি