সব
সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় একটি বাসা থেকে কয়েকলাখ টাকার মালামাল চুরি হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ১১ টায় নগরীর জিন্দাবাজারের পলাশী ১৪ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।
এদিকে খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাসার বাসিন্দা ব্যবসায়ী রেজা চৌধুরী বলেন, গত রোববার আমরা বাসা থালা দিয়ে বাড়িতে চলে যাই। আর আমরা বুধবার বাসায় ফিরে আসি। বাসায় এসে আমরা রান্না ঘরের দরজা ভাঙা দেখতে পাই। পরে আমরা বাসার আলমারি খোলা অবস্থায় দেখতে পাই।
চুরেরা আলমারিতে থাকা ১ টা বক্সে ১২ টা আংটি, আরেকটি বক্সের ১০ টা আংটি, ২ টা সোনার চুড়ি, ২ টা কানের দুল, রুপার চুড়ি ২ জুড়া, নগদ ৭০ হাজার টাকা এবং ২ ভরি ওজনের ২ টা হাতের চুড়ি নিয়ে গেছে বলেও জানান তিনি।
কোতোয়ালী থানার ওসি তদন্ত সৌমেন মৈএ বলেন, আমি ঘটনার খবর পাওয়ার পর তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পাঠাই। তারা অভিযোগ দিলে আমরা অভিযোগ নিবো।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি