সব
ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় উচ্চ আদালতের পর এবার নিম্ন আদালত থেকে জামিন পেয়েছেন সিলেটের তিন সাংবাদিক। জামিনপ্রাপ্ত সাংবাদিকরা হলেন- দৈনিক একাত্তরের কথা পত্রিকার বার্তা সম্পাদক সাঈদ চৌধুরী টিপু, চিফ ফটোজার্নালিস্ট এস এম সুজন ও স্টাফ রিপোর্টার জিকরুল ইসলাম।
বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় নির্ধারিত কার্যদিবসে শুনানিকালে সিলেটের চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক আবুল কাশেম সাংবাদিকদের জামিন প্রদান করেন।
বাদীপক্ষের আইনজীবী নজরুল ইসলাম বুধবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন। আদালতে বিবাদীপক্ষে মামলা পরিচালনায় ছিলেন অ্যাডভোকেট ইকবাল আহমেদ চৌধুরী, অ্যাডভোকেট নজরুল ইসলাম ও অ্যাডভোকেট শিপা বেগম।
মামলার শুনানিকালে আদালত প্রাঙ্গণে দৈনিক একাত্তরের কথা পত্রিকার সম্পাদক চৌধুরী মুমতাজ আহমদ, নির্বাহী সম্পাদক মঈন উদ্দিন, ম্যানেজমেন্ট ইনচার্জ মো. মোহিদ হোসেন, প্রধান প্রতিবেদক মিসবাহ উদ্দীন আহমদ, স্টাফ রিপোর্টার তুহিনুল হক তুহিন, একাত্তরের কথা পত্রিকার সিনিয়র ফটোসাংবাদিক মিঠু দাস জয়সহ পত্রিকার সাংবাদিক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উচ্চ আদালতের পর নিম্ন আদালতেও একাত্তরের কথা পত্রিকার তিন সাংবাদিকের জামিন বহাল থাকায় পত্রিকাটির সাংবাদিক, কর্মকর্তাবৃন্দ সন্তোষ প্রকাশ করেছেন। তারা প্রত্যাশা করেন, ‘মিথ্যা ও বানোয়াট বর্ণনায় সাজানো’ মামলাটি ন্যায়বিচারের মাধ্যমে একদিন মিথ্যাই প্রমাণিত হবে। সেদিনই সত্যের প্রকৃত বিজয় ঘটবে। সেদিনই সৎ ও বস্তুনিষ্ট সাংবাদিকতার বিজয় ঘটবে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি