জাফলং ভ্রমনে কোরিয়ার অ্যাম্বাসেডর

গোয়াইনঘাট প্রতিনিধি;
  • প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২১, ৭:৫৯ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন খ্যাত বিউটি কন্যা পর্যটন স্পট জাফলং বেড়াতে এসে জাফলং টুরিস্ট পুলিশের সার্বিক নিরাপত্তা, আত্মীয়তা ও সেবার মানে মুগ্ধ কোরিয়ান অ্যাম্বাসেডর লি জাং কিউন।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল ১০ঃ৪৫ টায় কোরিয়ান অ্যাম্বাসেডর লিজাং কোং পরিবার সহ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য জাফলং পর্যটন স্পটে ভ্রমনে আসেন। ডিউটিতে থাকা ট্যুরিস্ট পুলিশের জাফলং সাব-জোন এর ইউনিট ইনচার্জ, ওসি মোঃ রতন শেখ তাদেরকে নিরাপত্তার দায়িত্বে নিয়ে খোলা নৌকায় চড়িয়ে জাফলং জিরো পয়েন্ট, খাসিয়া পল্লী, পিয়াইন নদী, জাফলং সমতল “চা বাগান, খাসিয়া জমিদার বাড়ি, বালি পাথর উত্তোলনের দৃশ্য সহ বিভিন্ন আকর্ষণীয় স্পটে নিয়ে যান। জাফলংয়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে তারা বিমোহিত। এ সময়ে সাথে ছিলেন এস,আই মো করির হোসেন, এএসআই নজরুল ইসলাম, এএসআই মারুফ-আল-মুকিত, ডিএসবি ওয়াচার মোঃ দুলাল মিয়া।

পরিশেষে জাফলং বাগানের কাঠের টুলে বসে চা পান করেন। ট্যুরিস্ট পুলিশের সেবায় মুগ্ধ লি জাং কিউন অভিব্যক্তি প্রকাশে এতটাই আপ্লুত যে তা ভাষায় করা সম্ভব নয়।“অর্থমূল্যে এর গুরুত্ব বোঝানো সম্ভব নয়”। সার্বিক নিরাপত্তা, আত্মীয়তা ও সেবার মানে মুগ্ধ হয়ে লি জন কিউনের কন্ঠে কৃতজ্ঞতার সুর ঝরে পড়ে।“অনেক ধন্যবাদ, ট্যুরিস্ট পুলিশ”।

টুরিস্ট পুলিশ জাফলং ইনচার্জ ইউনিটের ওসি রতন শেখ জানান, কোরিয়ান অ্যাম্বাসেডর লিজাং কোং পরিবার সহ জাফলং ভ্রমনে আসলে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে নৌকায় ভ্রমণ, খাসিয়া পল্লী, জিরো পয়েন্ট ভ্রমন শেষে বিদায় নেওয়ার সময় জাফলং বাগানের ‘চা দিয়ে আপ্যায়ন করা হয়।
নিরাপত্তা ও সেবা পেয়ে তারা খুবই খুশী,।ভ্রমণের সার্বিক নিরাপত্তা ও সেবা পেয়ে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের ভূয়সী প্রশংসা করেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি