জাতীয় স্যানিটেশন মাসও বিশ্ব হাত ধোঁয়া দিবস উপলক্ষে জকিগঞ্জে আলোচনা সভা

প্রতিনিধি,জকিগঞ্জ ;
  • প্রকাশিত: ৮ অক্টোবর ২০২০, ৫:৪৯ অপরাহ্ণ | আপডেট: ৫ বছর আগে

“উন্নত স্যানিটেশন নিশ্চিত করি করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি” এ প্রতিপাদ্য সামনে রেখে জকিগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাতধোঁয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

৮অক্টোবর (বৃহস্পতিবার) দুপুর ১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর সিসিটি ধ্রুবরাজ চক্রবর্তীর পরিচালনায় স্বাগত বক্তব্য দেন উপ সহকারি প্রকৌশলী মোহাম্মদ আজাদ কাজী। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস ছবুর ও মাজেদা রওশন শ্যামলী। সভায় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্র্যাক এর কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিক সহ অনেকেই উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি